গাবতলীতে ধারালো অস্ত্রের আঘাতে আহত-৩

বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের করিমপাড়া গ্রামে জহুরুল ইসলাম ও আযমের সাথে একই গ্রামের মোফাজ্জল হোসেনের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

আরো পড়ুন:
“শিশু পার্কে নির্মাণ সামগ্রী” খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা

এরই জের ধরে গতকাল রবিবার বিকেলে জমিজমা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে করিমপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৪৭) ও বদিউজ্জান (৫৫) এবং বদিউজ্জামানের ছেলে শফিউল আযম গামা (৩৭) গুরুত্ব আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করে দেয়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

নভেম্বর ০৬,২০২২ at ১৯:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর