প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন রাজনীতি করেন, কিন্তু মানুষের গায়ে হাত দিবেন না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের পেট্রল বোমা, অগ্নিসন্ত্রাসে জীবন্ত দগ্ধ হয়ে যাওয়া স্বজনদের হাহাকার আজ‌ও দগ্ধ করে পরিবারের সদস্যদের। আহতরা বেঁচে আছেন দুঃসহ স্মৃতি নিয়ে। আর নিহতদের পরিবারের সদস্যদের বয়ে বেড়াচ্ছেন স্বজনহারানোর তীব্র যন্ত্রণা।

আরো পড়ুন:
প্রশ্নফাঁসের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-শিক্ষামন্ত্রী

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বললেন, বিএনপি জামাতের দুঃশাসনের কথা কেউ যেন ভুলে না যায়। প্রধানমন্ত্রী বলেন, বিচার হচ্ছে, বিচার হবে। যারা হুকুমদাতা তাদের কথা আপনারা ভেবে দেখেন। তাদের কি করে মানুষ সমর্থন করে? এরকম অগ্নি সন্ত্রাসের ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে।

আন্দোলনের নামে সাধারণ মানুষের গায়ে হাত দিলে কারও রক্ষা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৬ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনের এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি।

নভেম্বর ০৬,২০২২ at ১৭:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর