বিআরটিয়ে ২ লেন প্রকল্প চালু করলেন

রবিবার (৬ নভেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের এই অংশের ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনকালে বলেন, প্রকল্পের দুটি লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমবে। যাত্রীদের ভোগান্তি ও কমবে। প্রকল্পের বাকি কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী বছরের জুনের মাঝামাঝি সময় বাস র‌্যাপিট ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কটি পুরোপুর চলাচলের উপযোগী হবে।

আরো পড়ুন:
মা হলেন আলিয়া, বাবা রণবীর কপূর

জানা গেছে, এখন পর্যন্ত প্রকল্পের ৭৮ দশমিক ৪৫ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এই প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ছয়টি ফ্লাইওভার। এর মধ্যে টঙ্গী থেকে হাউসবিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের দুটি লেন রোববার যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে দুই কিলোমিটারের বেশি সড়কে ঢাকামুখী যানবাহন অনেকটা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

নভেম্বর ০৬,২০২২ at ১৪:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর