মায়রে হাসি

মা’ জননীর চন্দ্র হাসি
দখেলে জুড়ায় প্রাণ,
ফুলরে মতোই মায়রে হাসি
ছড়ায় মধুর ঘ্রাণ।

মায়রে হাসরি নইে তুলনা
যতোই হাসি ভাই,
জগত জুড়ে মায়রে হাসরি
র্ঊধ্বে যে হয় ঠাঁই।

আরো পড়ুন:
কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

মা’র হাসতিে মুক্তো ঝরে
ফুলফলে দযে় সাড়া,
একমূর্হুত ভালো লাগনো
মায়রে হাসি ছাড়া।

দুঃখ কষ্টে যতোই থাকি
দখেলে মায়রে মুখ,
দূর হয়ে যায় দুঃখ ব্যথা
পাই ধরণীর সুখ।

নভেম্বর ০৫,২০২২ at ২১:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর