কালীগঞ্জ এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট কুষ্টিয়াকে হারিয়ে সেমিফাইনালে মাগুরা

কালীগঞ্জে এমপি কাপ ফুটবল টুনামেন্ট এর ৩য় খেলায় কুষ্টিয়া ফুটবল একাদশকে ১ – ০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মাগুরা ফুটবল একাদশ। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে শনিবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে। খেলায় অংশগ্রহনকারী দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার।

আরো পড়ুন:
জাবির স্বেচ্ছাসেবী সংগঠন তরী’র সভাপতি সাজ্জাদ, সম্পাদক সাগর

বিকাল ৩ টায় রেফারীর বাশিতে শুরু হয় খেলা। শুরু থেকেই উভয় দলের আক্রমন পাল্টা আক্রমনে খেলাটি উপভোগ্য হয়ে উঠে। প্রথমার্ধে মাগুরা দলের ফরেনার খেলোয়াড় দারুজের দেওয়া গোলে তারা এগিয়ে যায়। এরপর দ্বিতিয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে কুষ্টিয়া। কিন্তু শেষ অবধি গোল পরিশোধে ব্যর্থ হওয়ায় ১- ০ গোলে জয়লাভ করে মাগুরা সেমিতে উঠে। বিজয়ী মাগুরা ফুটবল একাদশের ইব্রাহিম ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়।

খেলা দেখতে মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান নাছির চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য, যুগ্ন আহব্বায়ক ক্রীড়া সংস্থার সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সাখাওয়াৎ হোসেন প্রমুখ।
খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন রবিউল ইসলাম। ধারাভার্ষ্যে ছিলেন, কামাল হোসেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত ভট্রাচার্য্য জানান, আগামী ৯ই নভেম্বর বুধবার টুনামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশগ্রহন করবে চুয়াডাঙ্গা ফুটবল একাদশ ও যশোর ফুটবল একাদশ।

নভেম্বর ০৫,২০২২ at ২০:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর