শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়া

শনিবার সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা। তবে সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ওপেনার পথুম নিসঙ্ক বাদে কেউই দীর্ঘ ক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ফলে রান তোলার গতি খুবই কম ছিল। দলের ৩৯ রানের মাথায় কুশল মেন্ডিসকে হারায় তারা।

আরো পড়ুন:
অভয়নগরে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ অনুষ্ঠিত

এর পর একটা দিক নিসঙ্ক ধরে রাখলেও উল্টো দিকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। মারতে গিয়ে নিসঙ্ক নিজেও এক সময় ফিরে যান। তাঁর ৪৫ বলে ৬৭ রানের ইনিংসে রয়েছে ২টি চার এবং ৫টি ছয়। রাজাপক্ষ ফেরার পরেই স্পষ্ট হয়ে যায় শ্রীলঙ্কার স্কোরবোর্ডে বড় রান উঠছে না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানে থেমে যায় তাদের ইনিংস।

জবাবে ইংল্যান্ড শুরুটা করেছিল ঝড়ের গতিতে। শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ‘এ’ গ্রুপে দুই দলের ভাগ্য ছিল লঙ্কানদের হাতে। শ্রীলঙ্কা জিতলে বাদ পড়তো ইংল্যান্ড, লঙ্কানদের হারে বাদ পড়লো অস্ট্রেলিয়া। এই গ্রুপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড-তিন দলই সমান ৭ পয়েন্ট পেয়েছে। রানরেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার।

দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলস মিলে শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের শাসন করতে থাকেন। পাওয়ার প্লে-র সুবিধা পুরোপুরি কাজে লাগান দু’জনেই। অষ্টম ওভারে ব্যক্তিগত ২৮ রানের মাথায় ফেরেন বাটলার। তত ক্ষণে দলের রান ৭৫ হয়ে গিয়েছে। অর্থাৎ লক্ষ্য়মাত্রার অর্ধেকের বেশি উঠে গিয়েছে।

নভেম্বর ০৫,২০২২ at ১৭:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর