রাণীশংকৈলে সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনাসভা

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এ স্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শরিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা কনফারেন্সে রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, জেলা সমবায় কর্মকর্তা মো.নূরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল আনোয়ারুল ইসলাম, সনিয়র সাংবাদিক আশরাফুল আলম, সমরায় নেতা ইমরান আলী, নজরুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন :
কুমিল্লায় সম্মেলনে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, সমবায় নেতা, সমবায় দপ্তর কর্তৃক পরিচালিত তিন শতাধিক সমবায় সমিতির সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্যে নূরুজ্জামাল উপজেলার মোট ৯১টি সমবায় সমিতির কার্যক্রম তুলে ধরেন। অন্য অতিথিরা তাদের বক্তব্যে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সমবায় অধিদপ্তরের কাজ, গুরুত্ব ও সম্ভাবনার কথা বর্ণনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

নভেম্বর ০৫,২০২২ at ১৫:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর