কাজিপুরে সমবায় দিবস উদযাপন

সমবায় শক্তি – সমবায় মুক্তি, মূল মন্ত্রে “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক ৫১তম জাতীয় সমবায় দিবস- ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় , উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

আরো পড়ুন:
শৈলকুপায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সমবায় দিবসের মুল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা সমবায় অফিসার, মিজানুর রহমান চৌধুরী। সমবায় সমিতির কার্যকলাপ আরো গতিশীল করা, দরিদ্র জনগোষ্ঠীকে সমবায়ের মাধ্যমে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার লক্ষ্যে আরও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন, লক্ষ্মীপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আমজাদ হোসেন প্রমূখ। সভায় কাজিপুরের বিভিন্ন সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

নভেম্বর ০৫,২০২২ at ১৫:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর