মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর ৪৫তম শাহাদতবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, যশোর: মুক্তিযোদ্ধা সংসদ যশোর ইউনিটের প্রতিষ্ঠাকালীন সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শাহাজাহান আলীর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী স্মৃতি সংসদ যশোরের উদ্যোগে শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় প্রেসক্লাব যশোরে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা শাহাজাহান স্মৃতি সংসদ যশোরের আহবায়ক ইউপি সদস্য বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

আরো পড়ুন:
প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করলেন পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক

প্রধান আলোচক ও বিশেষ আলোচক হিসাবে বক্তৃতা করেন,যথাক্রমে যুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি ও যুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর উপ প্রধান রবিউল আলম।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,মুক্তিযোদ্ধা সংসদ যশোরের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু,বিশিষ্ট কলামিষ্ট, প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু,সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা,যশোর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল।

সদস্য বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান শরীফ রয়েল,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু,যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান মিঠু,যশোর জেলা জাসদ এর সহ সভাপতি আহসানউল্লাহ ময়না,যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমূখ।স্মরণ সভা পরিচালনা করেন,মুক্তিযোদ্ধা শাহাজাহান স্মৃতি সংসদ যশোরের যুগ্ম আহবায়ক শাহাজাদা নেওয়াজ।
স্মরণ সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর আত্নার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নভেম্বর ০৪,২০২২ at ২০:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর