৭টি লক্ষণে বুঝে নিতে পারে? সঙ্গী কি ছেড়ে যেতে পারে

আপনি যতই নিশ্চিত করুন আপনি সঙ্গীকে ছেড়ে যাবেন না। যতই বলেন আপনি তাকে ভালোবাসেন। সঙ্গী যদি আপনাকে ভবিষ্যতে ছেড়ে যেতে চায় তাহলে এসব কথায় তাদের মন ভোলানো যাবে না। যাদের সঙ্গীরা ছেড়ে চলে গেছে তাদের মনের অবস্থা কেমন হতে পারে আমরা সবাই জানি। তাই আগে থেকেই কিছু বিষয় লক্ষ করতে পারেন। এই কয়টি লক্ষণ দেখই বুঝতে পারবেন।

আরো পড়ুন :
কোটচাঁদপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপন

১. খুব দ্রুত কিছু নির্দিষ্ট মানুষের সাথে মিশে যায়। খুব সহজেই বেশ ঘনিষ্ঠ হয়ে যায়। বন্ধু বা প্রেমিকার সাথে।

২. সব সময় নতুন মানুষের খোঁজে থাকে। সহজেই একাকিত্ববোধ করে। নতুন বন্ধু পেলে আগের বন্ধুকে মনে রাখার প্রয়োজনও মনে করে না। এই অবস্থা চলতেই থাকে।

৩. তাদের মনে একটি ভয় কাজ করে সব সময়। সেটা হলো অবিশ্বাস। সম্পর্কে থাকাকালীন তারা প্রতারণার ভয় পায়।

৪. আপনি হয়তো আপনার প্রেমিকের ফোন ধরেননি। এসএমএসের উত্তর দেননি, সে সাথে সাথেই রাগে ফেটে পড়বে। অর্থাৎ হুট করে রেগে ওঠা কোনো কারণ ছাড়াই।

৫. সুন্দর সম্পর্ক তারা ধরে রাখবে না কখনোই। কারণ তারা চায় প্রেমিকা চলে যাক। এ কারেণই সম্পর্কে অশান্তি লেগেই থাকবে।

৬. তাদের জীবনে কেউ এলে সঙ্গীকে তারা নানাভাবে পরীক্ষা করতে থাকে। সমান্য বিষয়ে অনেক ধরনের নাটকীয় পরিস্থিতি তৈরি করে। এভাবেই তারা দেখতে চায় ওই পরিস্থিতিতে আপনি কী করেন।

৭. আপনাকে প্রায়ই বলবে মানুষকে আসলে বিশ্বাস করা উচিত নয়। কারো ওপর সহজেই ভরসা করা যায় না। সে নিজেও তাই করে, কাউকে বিশ্বাস করে না।

নভেম্বর ০৪,২০২২ at ১৭:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর