নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সহযোগিতায় নড়াইলে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০ টায় সদর উপজেলার আর.বি.এফ এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদের সভাপতি ডা: শরীফ শামীম আতীকের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

আরো পড়ুন :
স্বাধীনভাবে কর্মসূচি পালন করতে পারছে, বিরোধী দল : দীপু মনি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডা: নাছিমা আকতার,সাবেক যুগ্ন সচিব এটিএম মহিউদ্দিন,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা: তাওফিকা হুসাইন তুলি, অর্থপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা: বীরেন্দ্রনাথ ভট্টাচার্য্য, সিনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা: গুল এ আনার,সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: শরীফ জাহাঙ্গীর আতীক, শিশু বিশেষজ্ঞ ডা: মো: আলীমুজ্জামান সেতু,চক্ষু বিশেষজ্ঞ ডা: এনামুল হক, ¯œায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডা: মোছা: শাম্মী আক্তার। এলাকার অসহায়,গরীব মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

নভেম্বর ০৪,২০২২ at ১৬:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর