ইমরানকে হত্যাচেষ্টায় জড়িত পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলায় জড়িত বলে সন্দেহ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। দলের লংমার্চে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে যাওয়ার আগমুহূর্তে এ কথা বলেন তিনি। ইমরান ঘনিষ্ঠ পিটিআই নেতা আসাদ উমর এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।

আরো পড়ুন:
যমুনা ফিউচার পার্কে, জিএম পদে চাকরির সুযোগ দিচ্ছে

বৃহস্পতিবার (৩ নভেম্বর) করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ওয়াজিরাবাদের গুজরানওয়ালার আল্লাহ হো চকের কাছে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। এ সময় দিগ্বিদিক ছোটাছুটি ও হুড়োহুড়ি করতে থাকেন নেতাকর্মীরা। খবর জি নিউজ, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমসের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলায় জড়িত বলে সন্দেহ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। দলের লংমার্চে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে যাওয়ার আগমুহূর্তে এ কথা বলেন তিনি। ইমরান ঘনিষ্ঠ পিটিআই নেতা আসাদ উমর এক ভিডিও বার্তায় এই তথ্য জানান।

প্রসঙ্গত, দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ চলাকালে ইমরানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার এক পায়ে গুলি লেগেছে। ইমরান খানকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পিটিআই।

এ ঘটনায় এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই হামলাকারী জানিয়েছেন, ইমরানকে নিয়ে তার মনে ঘৃণা থাকার কারণে এই হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিলেন।পুলিশ জানায়, হামলায় ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগে। তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি ও জরুরি অস্ত্রোপচার করা হয়েছে তাকে। এখন শঙ্কামুক্ত আছেন তিনি।

নভেম্বর ০৪,২০২২ at ১১:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর