পাবনায় জেলহত্যা দিবসে জেলা আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাবনায় ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা
সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শুরুতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরো পড়ুন :
চাকরি জীবন শেষ করলেন নবীগঞ্জ কলেজের সবার প্রিয় আরজ আলী শেখ স্যার

অনুষ্ঠিঊত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুনের পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু,সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান,সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. তসলিম হাসান সুমন, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরেফা খানম শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা প্রমুখ।
পরে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন সাঁখো।

নভেম্বর ০৩.২০২২ at ২১:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মির/শাস