চাকরি জীবন শেষ করলেন নবীগঞ্জ কলেজের সবার প্রিয় আরজ আলী শেখ স্যার

নবীগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত বইয়ের লেখক মোঃ আরজ আলী শেখ স্যারের চাকরি জীবন আজ শেষ হয়েছে। স্যার বিদায় উপলক্ষে নবীগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের (২০১৭-১৮শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের আয়োজনে, নবীগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান ডিপার্টমেন্ট ছাত্র সাজু আহমেদ হৃদয় ও সালমা চৌধুরী পরিচালনায়, ও নবীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফর আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার(০৩নভেম্বর) সকাল ১১ঘটিকায় সময় নবীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়

আরো পড়ুন:

গাজীপুরে জাতীয় চার নেতা স্মরণে শিশু—কিশোরদের মাঝে চারা গাছ বিতরণ

উক্ত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষকবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। এসময় তারা তাদের বিভিন্ন অনুভূতির কথা ব্যক্ত করেন ও বিদায়ী স্যারের চাকরি পরবর্তী জীবন যেন সুন্দর ও কল্যানময় এই দোয়া করেন। আরজ আলী শেখ স্যার ১২ মে ১৯৯৩ সাল থেকে নবীগঞ্জ সরকারি কলেজের চাকরি করে আসছেন। তিনি তার বক্তব্যে দীর্ঘ ৩০ বছরের চাকরি জীবনের স্মৃতিচারণ করেন এবং ছাত্রছাত্রী উদ্দেশ্যে দিকনির্দেশনা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয়।

নভেম্বর ০৩.২০২২ at ২১:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/স্বরদ/শস