গাজীপুরে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল

গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজ ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের প্রত্যাশায় মিলাদ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীক ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং কলেজ ইনচার্জ মো.মহসিন মিয়ার পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. মো. আজমত উল্লা খান, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলাম।
আরো পড়ুন:

গাজীপুরে জাতীয় চার নেতা স্মরণে শিশু—কিশোরদের মাঝে চারা গাছ বিতরণ

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অবিভাবক ফোরামের যুগ্ম আহ্বায়ক ৫৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আজহারুল ইসলাম ব্যপারী, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আব্বাছ আলী, আবু বক্কর, প্রভাষক মঞ্জুরুল হক, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, খাতিজা আক্তার তামান্না, জান্নাতুল ফেরদৌস, নাসরিন মমতাজ, তাহেরা সুলতানা, আব্দুল হান্নান, সাবিনা আফরোজ, আমজাদুল করিম, আব্দুল আজিজ, শাহিন মিয়া, সিনিয়র শিক্ষক মাওলান আবুল কাশেম, আব্দুল কাদের, রতন কুমার ঘোষ, গোলজার হোসেন আকন্দ, চৌধুরী আশরাফ হোসেন, আশরাফ আলী, সানাউল্লাহ, জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ২৩১জন ছাত্র—ছাত্র অংশ গ্রহণ করবেন। এছাড়াও বিজ্ঞান বিভাগে ৮৭ জন, মানবিক বিভাগে ৮৩ জন, ব্যবসায়িক শিক্ষা বিভাগে ৬১ জন। আলোচনা সভা শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভালো ফলাফলের প্রত্যাশায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নভেম্বর ০৩, ২০২২ at ২১:৪৫:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/জস