জেলহত্যা দিবস কাজিপুর আওয়ামী লীগের নানা কর্মসূচিতে পালন

৩রা নভেম্বর ১৯৭৫ জাতীয় চার নেতাকে নির্মম ভাবে জেলখানায় হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ শ্রদ্ধাভরে স্মরণ করে, শোক র্যালি, স্বাধীনতা স্কয়ারে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চূয়ালি বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। তিনি বলেন, জেলহত্যার ভয়ানক কালো অধ্যায় ভবিষ্যতে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাদের আশ্রয় প্রশ্রয়ে খুনিরা বিদেশে পালিয়ে গিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার জেলহত্যার বিচার করেছেন, পলাতক খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকর করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শহীদ এম মনসুর আলীর রাজনৈতিক অবদান, আদর্শ, ত্যাগ নেতা কর্মীদের অনুসরণের নির্দেশ দেন তিনি।

আরো পড়ুন :
হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলুর জানাযা ও দাফন সম্পন্ন

জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আ. হান্নান তালুকদার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলামসহ প্রমূখ। অনুষ্ঠানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে এবং পিআইও একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চূয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

নভেম্বর ০৩,২০২২ at ১৭:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আসচ/এমএইচ