নড়াইলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কিবতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ,নড়াইল এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে / মৌসুমে সদর উপজেলার ৫ হাজার ৬ শত ৯০ জন কৃষকের মাঝে গম, ভুট্টা,সরিষা ,সূর্য্যমূখি, চিনাবাদাম,মসুর ও খেসারি চাষের জন্য এ উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কৃষকদের মাঝে এ উপকরন বিতরণ করেন।

আরো পড়ুন :
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ভুয়া প্রেসক্রিপশনে সরকারি ওষুধ তুলে পাচার

কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দিপক কুমার রায় এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, জেলা ও উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসের কর্মকর্তাগনসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।

নভেম্বর ০৩,২০২২ at ১৭:৪১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শস/এমএইচ