ক্ষেতলালে দুই ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে ২জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বজলুর রহমান খান নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন:
পত্নীতলায় মাদকদ্রব্য উদ্ধার সহ দু’জন আটক

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাইকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৩৩ ভোট পেয়েছেন। অপরদিকে বড়তারা ইউনিয়নে তৃতীয় লীঙ্গেরে একজনসহ মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে বোরহান উদ্দীন ফকির নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ২৬৯ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারিক মন্ডল আনারস প্রতিক নিয়ে ৪ হাজার ৫৩০ ভোট পেয়েছেন। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। বুধবার সকাল ৮-৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নভেম্বর ০২,২০২২ at ২১:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস