২০ রানে নিউজিল্যান্ডকে হারালো ইংল্যান্ড, সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো

টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার ও অ্যালেক্স হেলস ১০.২ ওভারে ৮১ রান যোগ করেন। হেলস খেলেন ৪০ বলে ৫২ রানের ইনিংস। বাটলার ১৯তম ওভারে রান আউট হওয়ার আগে ৪৭ বলে ৭৩ রান করেন। লিভিংস্টোন করেন ১৪ বলে ২০ রান ।

আরো পড়ুন :
নভেম্বরের প্রথম দিনেই ৭ মৃত্যু ডেঙ্গুতে

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন (১৬) ও ডেভন কনওয়ে (৩) ব্যর্থ হন। কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস ৯১ রানের জুটি গড়েন। অধিনায়ক উইলিয়ামসন ৪০ বলে তিন চারে ৪০ করে ফিরে যান। ফিলিপস ৩৬ বলে তিনটি ছক্কা ও চারটি চারের শটে ৬২ রান করে।

মিশেল সাটনারের ১৬ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। ইংল্যান্ডের জয়ে গ্রুপ ওয়ান থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই জমে গেল। চার ম্যাচ খেলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট এখন সমান পাঁচ।

শেষ ম্যাচে কিউইরা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। নেট রান রেটে এগিয়ে থাকায় তারা কিছুটা স্বস্তির জায়গায়। অস্ট্রেলিয়া খেলবে আফগানদের বিপক্ষে। আর ইংল্যান্ড মুখোমুখি হবে সেমির আশা কোন রকম বাঁচিয়ে রাখা শ্রীলঙ্কার বিপক্ষে।

অক্টোবর ৩১,২০২২ at ২১:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস