গাবতলীতে কিশোরের আগুনে পুরানো উলঙ্গ লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে নিখোঁজের ৪দিন পর ১৩বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১লা নভেম্বর দুপুরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামে কাতলাহার বিলের উত্তরধারে। জানা গেছে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল জলিলের ছেলে অটো রিক্সাচালক আরিফ আহম্মেদ (১৩) গত ২৮অক্টোবর বিকেল ৪টায় স্থানীয় মালেক বাজারে যাবার কথা বলে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়।

আরো পড়ুন :
গাবতলীতে জাতীয় যুব দিবস পালিত

অনেক খোঁজাখুঁজির পরেও না পেলে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়। নিরুপায় হয়ে আরিফের বাবা আঃ জলিল গত ৩১অক্টোবর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। থানায় জিডি করার পরেরদিন দুপুরে বাড়ীর পাশ্ববর্তী কাতলাহার বিলের উত্তরধারে আরিফের আগুনে পুড়িয়ে ফেলা উলঙ্গ লাশ ধানক্ষেতে পাওয়া যায়। স্থানীয় লোকজন ঘাস কাটতে গিয়ে লাশটি দেখতে পায়। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, সুরতহাল রিপোর্টের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আরিফ খুনের রহস্য এখনো জানা যায়নি। তবে খুনিদের খুব দ্রæতই গ্রেফতার করা হবে।

অক্টোবর ৩১,২০২২ at ১৯:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর