কোটচাঁদপুরে পেয়াজের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গ্রীস্মকালিন সময় পেয়াজের ঘাটতি মেটাতে উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেয়াজের বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে পরিষদ মিলনায়তনে প্রনোদনার এই বীজ-সার বিতরণ করা হয়।

আরো পড়ুন :
চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা প্রদান

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মোঃ মহাসীন আলী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, সহকারি কৃষি অফিসার হুমায়ন কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, কৃষকলীগের সহ-সভাপতি মুকুল হোসেন প্রমূখ।

অক্টোবর ৩১,২০২২ at ১৮:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর