ঘোড়াঘাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২২ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মাস ব্যাপী এ ইঁদুর নিধন অনুষ্ঠানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. আবু বক্করের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম।

আরো পড়ুন :
রাত পোহালেই উপজেলার দুই (ইউপি) নির্বাচন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ আতোয়ার হোসেন, সহকারী কৃষি স¤প্রসারণ অফিসার মো. রুহুল আমিন, উপজেলা কৃষি কৃষক লীগ সভাপতি মো. শহিদুল ইসলাম আকাশ। এ সময় উপ-সহকারী কৃষি কর্মতর্কা গণ ও এলাকার কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেবদাস নামে একজন কৃষক ইঁদুর নিধন সম্পর্কে পদ্ধতি ও কৌশল বিষয়ে ইঁদুর নিধন যন্ত্রের মাধ্যমে আলোচনা করেন। শেষে একটি ইঁদুর মেরে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার।

নভেম্বর ০১, ২০২২ at ১৭:২8:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর