ক্ষেতলালে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতার লক্ষ্যে কাজ করেছে শুভসংঘের তরুন-তরুণী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতার লক্ষ্যে রংতুলিতে রাস্তার পাশে থাকা গাছে রং করেছেন কালের কণ্ঠের শুভসংঘের তরুণ-তরুণী। জানা গেছে, গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতা করতে কালের কন্ঠের শুভ সংঘের একদল তরুণ তরুণী নিজেরাই কাজ করেছে গ্রামে। কারো হাতে রঙের ডিব্বা, কারো হাতে তুলি, কারো হাতে কোদাল, কেউবা আবার হাতে ঝাড়ু নিয়ে গ্রামের সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতায় কাজ করতে শুরু করেছে।
আরো পড়ুন:
শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কাঁচাকুল গ্রামে রাস্তার পাশে থাকা গাছে রং করেছেন শুভসংঘের কালাই শাখার সদস্যরা। তাদের এ কার্যক্রম আরো তিন দিন চলমান থাকবে বলেও জানা গেছে। শুভ সংঘের এমন কাজে এলাকাবাসী প্রসংশা করেছে সেই সাথে এলাকার অনেকেই তাদের হাতে হাত লাগিয়ে কাজে সাহায্য করেছেন। ওই গ্রাম ঘুরে দেখা গেছে গ্রামের ছোট-বড় সবাই অনেক আনন্দিত।

তাদের গ্রামকে তারা নতুনরূপে দেখতে পারবে কেননা রং পেয়ে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করছে গাছগুলো। কাঁচাকুল গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপান্তর করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন কালাই শাখার শুভসংঘের সদস্যরা। গ্রামটিকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখার চেষ্টাও করছেন তারা। শুভ সংঘের সভাপতি এম. রাসেল আহমেদ বলেন, নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরনো গাছগুলো সংরক্ষণের চেষ্টা করছি।

তাই কীটপতঙ্গের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে ও রাতের বেলায় হাইওয়ের ধারে গাছগুলোকে সহজেই দৃশ্যমান করে তুলতে সাদা রং ব্যবহার করেছি। এ সময় উপস্থিত ছিলেন, ওই সংগঠনের উপদেষ্টা আবু নাছের ফারুক, রাব্বিউল হাছান জিন্নাহ, মোস্তাক আহমেদ, রনি বাবু, মোর্শেদুল ইসলাম সুজন, শিহাব শামীম, আরমান হোসেন, আল আমিন, মেহেদী হাসান প্রমুখ।

নভেম্বর ০১, ২০২২ at ১৫:৫৫:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস