ফুলবাড়ীতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী দাখিল মাদ্রসার সুপার মোহাম্মদ ইমামুল হকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি, দুশ্চরিত্র, শ্লীনতাহানির অভিযোগ এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন একই মাদ্রসার ছাত্র ছাত্রী ও অভিভাবকগন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সামনে প্রায় শতধিক শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

আরো পড়ুন:
নতুন সময়সূচিতে ১৫ নভেম্বর থেকে অফিস শুরু ৯টায়, শেষ ৪টায়

মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোসাম্মাৎ সুমাইয়া, আরভি আক্তার নুপুর, লাতিবুর রহমান ও শাওন। বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা সুপার মোহাম্মদ ইমামুল হকের বহিস্কার ও তার শাস্তি দাবি করেন।
এসময় শিক্ষার্থীর অভিভাবক, মাদ্রাসার সহকারী শিক্ষক, শিক্ষিকা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ বিষয়ে মাদ্রাসা সুপার মোহাম্মদ ইমামুল হকের বক্তব্য জানার জন্য একাধিকবার ফোনে চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

অক্টোবর ৩১,২০২২ at ১৬:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস