কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার(২৯ অক্টোবর) সকালের দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মহাসড়কে র‍্যালি ও আনন্দ শোভা যাত্রাটি শেষ করে হাতীবান্ধা থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে সিলেটে চলছে পণ্য পরিবহন ধর্মঘট

অনুষ্ঠানে মাদক,চোরাচালান,বাল্যবিয়ে সহ সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের উপর বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুজ্জামান আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক সোহেল রানা প্রমুখ। এছাড়াও উপজেলার ১২ ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

অক্টোবর ৩১,২০২২ at ১১:০৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/সর