শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় ।”হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এ প্রতিপাদ্য সামনে রেখে বৃহসপতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাই।

আরো পড়ুন :
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার ( ভুমি) মো. আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রাধা বল্লব সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন প্রমুখ। এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লাইলী বেগম, নলকূপ মেকানিক মো: জিয়াউল হক,আব্দুল লতিফ,অফিস সহকারী সুজন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‍্যালীতে অংশগ্রহণ করেন। একই সাথে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

অক্টোবর ২০,২০২২ at ১৩:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এমএইচ