লালপুরে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, তিন লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে র‌্যাবের সহযোগিতায় ভেজাল গুড় কারাখনায় অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অবস্থিত সাগর গুড় ভান্ডারে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

মেহেদী হাসান তানভীর জানান, ভেজাল গুড় বন্ধে লালপুর উপজেলার বালিততা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত সাগর গুড় ভান্ডারে অভিযান চালিয়ে ৩ হাজার কেজি ভেজাল গুড়, ২৮০ কেজি চিটা গুড়, গুড় তৈরীর কাজে ব্যবহৃত হাইড্রোসালফেট, ডালডা, ফিটকিরি, চিটাগুড়, টেক্সটাইল কেমিক্যাল জব্দ করা হয়।

এসময় ভেজাল গুড় তৈরীর অপরাধে কারখানা মালিক সাগর হোসেন কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২লাখ ও ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১লাখ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে র‌্যাব -৫ এর সদস্যরা সহযোগিতা করে। আগামীতেও এই অভিযান অব্যহাত থাকবে বলেও জানান তিনি।

অক্টোবর ১৭,২০২২ at ১৬:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আকর/শই