মানিকগঞ্জে মেলার মাধ্যমে অর্ধশতাধিক বেকারের চাকরি

মানিকগঞ্জের শিবালয়ে ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মেলার উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। মূলত বেকারত্ব দূরীকরণের জন্য এই আয়োজন বলে জানান কতৃপক্ষ।

শিবালয় উপজেলা পরিষদ চত্বরে দিনভর চলা মেলায় সরকারি-বেসরকারি ৩১ প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরির জন্য নিবন্ধন করা প্রায় এক হাজার ৭০০ তরুণ-তরুণীর মধ্যে দুপুর ২টা পর্যন্ত অর্ধশতাধিক তরুণ-তরুণীর চাকরির ব্যবস্থাও হয়।

আরো পড়ুন :
চট্টগ্রামে জাহাজ ডুবি মহম্মদপুরের ৪জনের লাশ উদ্ধার

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার গেলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী প্রমুখ।

অক্টোবর ১৫,২০২২ at ১৮:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হজর/শই