নড়াইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

নড়াইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২২ পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আরো পড়ুন :
মতলব উত্তরে নদীর তীরে ইলিশের জমজমাট হাট

পরে ঐ স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৩ টি স্মার্ট সাদাছড়ি, ৬টি শ্রবন যন্ত্র ও ৩০ টি হুউল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে নেজারত ডেপুটি কালেক্টটর মো. আসিফ উদ্দিন, জেলা প্রতিবন্ধী বিষযক কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, দৃষ্টিহীন প্রতিবন্ধীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

অক্টোবর ১৫,২০২২ at ১৬:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শভ/শই