সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বলদিয়া সীমান্তে মুনতাজ হোসেন (৩৫) নামে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। রবিবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাংলাদেশীরা।

নিহত মুনতাজ হোসেন বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। রবিবার বেলা ২টা পর্যন্ত বিজিবি’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, রাতে অবৈধপথে সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায় মুনতাজ হোসেন। সকালে স্থানীয় বাংলাদেশীরা সীমান্ত এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে বিএসএফ’র গুলিতে তার মৃত্যু হয়েছে। সকালে বিএসএফ নিহতের লাশ সীমান্তে ভিতরে নিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ‘গুলি করে হত্যার বিষয়টি আমরাও শুনেছি। ইতিমধ্যেই এ বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।’