পাবনায় ১৫ জন গুণীজনকে “জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা” প্রদান

জেলা শিল্পকলা একাডেমী পাবনার ব্যবস্থাপনায় কণ্ঠসঙ্গীত, নাট্যকলা, সাংস্কৃতিক সংগঠক, যন্ত্র সঙ্গীত, সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন, আবৃত্তি, লোকসংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ে পাবনা জেলার ১৫ জন গুণীজনকে জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা ২০১৭, ২০১৮ ও ২০১৯ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান সরকার প্রমুখ।

আরো পড়ুন :
মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী পাবনার জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা পেলেন যারা। তারা হলেন, ২০১৭ সালে কন্ঠসঙ্গীতে মো. আমিরুল ইসলাম, নাট্যকলায় মো. মোজাম্মেল হক, লোকসংস্কৃতিতে বাউল তোফাজ্জল হোসেন বয়াতি, সাংস্কৃতিক সংগঠকে আব্দুদ দাইন সরকার, আবৃত্তিতে সারোয়ার খান মিলন, ২০১৮ সালে কন্ঠসঙ্গীতে ফুল রেনু রায়, নাট্যকলায় ফরিদুল ইসলাম খোকন, লোকসংস্কৃতিতে আবু হানজালা, চলচ্চিত্রে মো. ওহিদুজ্জামান ( দেওয়ান বাদল), সাংস্কৃতিক সংগঠকে ড. মো. হাবিবুল্লাহ, ২০১৯ সালে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ললিতকলা কেন্দ্র ( ইফা), কন্ঠসঙ্গীতে প্রলয় চাকী, নাট্যকলায় শ্রী গণেশ চন্দ্র দাস, আবৃত্তিতে স্বাধীন কুমার মজুমদার, যন্ত্র সঙ্গীতে মো. জিল্লুর রহমান সোহেল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অক্টোবর০৬,২০২২ at ২১:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক /মনর/শই