সুনামগঞ্জে একমন গাঁজা সহ দুই কারবারী আটক

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ৪০ কেজি গাঁজার চালান সহ এক নারী কারবারী ও অপর আরেক কারবারীকে আটক করেছে, ধরমপাশা থানা পুলিশের একটি চৌকুশ টিম।

আটককৃতরা হলো, ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা থানার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে তুহিন মিয়া (২৮) ও একই এলাকার বিষাউড়ী গ্রামের বাছির মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার (২৫)।

সোমবার (১০ অক্টোবর) ভোর সকালে উপজেলা সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন কংশ নদীর লঞ্চঘাট থেকে গাঁজা সহ ওই কারবারীদের আটক করা হয়েছে।

আরো পড়ুন :
পাইকগাছায় থানাপুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ সুত্রে জানাগেছে, থানার এসআই সোহেল মাহমুদ ও তার সঙ্গীয় ফোর্সের মাধ্যমে ধরমপাশা সদর ইউপির মুক্তিযোদ্ধা কমপ্লেক্স লঞ্চঘাট এলাকায় তাদের সাথে থাকা ২টি টলিব্যাগ ও ২টি কাপড়ের ব্যাগ সহ জনসম্মুক্ষে তল্লাসী করে পলিপ্যাকে পেঁচানো ৪০ কেজি (একমন) গাঁজার চালান আটক করা হয়।

গাঁজার চালান আটকের সত্যতা নিশ্চিত করে ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৪০ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

অক্টোবর ০৩,২০২২ at ১৯:১০ (GMT+06)
দেশদর্পণ/ আক/এমএইচ