১২কেজি এলপিজি গ্যাসের দাম কমলো ৩৫ টাকা

অবশেষে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দেশে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৩৫ টাকা কমেছে। এখন এলপিজির দাম ১ হাজার ২০০ টাকা লাগবে। আর এত দিন ১ হাজার ২৩৫ টাকা দামে কিনতে হচ্ছিলো।

রবিবার (২ অক্টোবর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই নতুন দাম কার্যকর বলে জানানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন।

এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আরো পড়ুন :
ঝিনাইদহের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন সম্পন্ন খুলনায়।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।

অক্টম্বর ০২,২০২২ at ২০:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক /ভর/শই