ঝিনাইদহের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন সম্পন্ন খুলনায়।

ঝিনাইদহের নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহন গতকাল রোববার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। এই শপথ গ্রহনের মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা নতুন পরিষদ পেলো।

আরো পড়ুন :

অনৈতিক কাজ করতে গিয়ে শিক্ষকের ধরা খাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন

এ সময় খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ঝিনাইদহ সুশিল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র কাইয়ুম শহরিয়ার জাহেদী হিজল, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু সুলতান, ২ নং ওয়ার্ডের মো. আবু বক্কার, ৩ নং ওয়ার্ডের আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নং ওয়ার্ডেরশামসিল আরেফিন কায়সার, ৫ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম মধু, ৬ নং ওয়ার্ডের লিয়াকত হোসেন, ৭ নং ওয়ার্ডের মহিউদ্দীন, ৮ নং ওয়ার্ডের সাদেক আলী ও ৯ নং ওয়ার্ডে রেজাউল করিম রেজা উপস্থিত ছলেন।

এছাড়া মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগমও অনুষ্ঠানে শপথ গ্রহন করেন। জানা গেছে, মামলা জটিলতায় ঝিনাইদহ পৌরসভার ভোট প্রায় ১১ বছর বন্ধ থাকার পর নির্বাচন কমিশন তফসীল ঘোষনা এবং গত ১৫ জুন নির্বাচনের তারিখ ধার্য্য করে।

কিন্তু নৌকা সমর্থকদের হামলা ও ভয়ভীতির কারণে ১২ জুন নৌকার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। আদালতের মাধ্যমে আবারো নৌকার প্রার্থীতা ফিরে পান আব্দুল খালেক। অবশেষে গত ১১ সপ্টেম্বর পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়।

শপথ গ্রহন শেষে বিকালে ঝিনাইদহ ওয়াজির আলী হাই স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রাধান অতিথি উপস্থিত ছিলেন নাসের শাহারিয়া জাহেদী মহুল, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শিক্ষাবীদ খন্দকার হাফিজ ফারুক। সহ ৯ ওয়ার্ডের কাউন্সিল বৃন্দ। ও মহিলা কাউন্সিল বৃন্দ।

সহ পৌর মেয়র কাইউম শাহারিয়া জাহেদী হিজল সহ পৌরবাসি। ওয়াজির আলী হাই স্কুল মাঠ কসনায় কানায় ভর্তি হয়ে যায়।

তার আগে প্রায় ১ হাজার মোটরসাইলে নিয়ে পৌরসভার মেয়র ঝিনাইদহ শহরে র‍্যালী করেন।

অক্টম্বর ০২,২০২২ at ১৯:৫০ (GMT+06)
দেশদর্পণ/ আক/কমল/মন