কাহালুতে অবৈধ সারকারখানার সন্ধান সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা ও কারখানা সিলগালা

জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই)এর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৭ (সেপ্টেম্বর) দুপুরে বগুড়া কাহালু উপজেলা নারহট্ট ইউনিয়নে নিশ্চিতপুর ছান্দুইন এলাকায় আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ ( সার কারখানা) অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

উক্ত সারকারখানাটি অনুমোদন ছাড়াই অবৈধভাবে সার তৈরী করায় কারখানার মালিক জাকির হোসেনের সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করে এবং সার তৈরী করার কাচামাল ম্যাগনেসিয়াম ৫০ কেজির ১ শ ৮৯ বস্তা, ও ২৫ কেজির ১৬ শ ২০ বস্তা, এসিড ভর্তি ৫০ লিটারের ১৬ টি ড্রাম, এসিড ছাড়া ৪ শ ৭০ টি ড্রাম, জব্দ করে এবং কারখানা টি সিলগালা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএসটিআই এর সহকারী পরিচালক মিজানুর রহমান, ইন্সপেক্টিং অফিসার জুনায়েদ আহমেদ, কাহালু উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার রাকিব হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ হাসান, বগুড়া এপিবিএন এস আই তোফাজ্জল হোসেন সহ পুলিশ ও এপিবিএন এর সদস্যবৃন্দ।

সেপ্টেম্বর ২৭,২০২২ at ২০:৪৯ (GMT+06)
দেশদর্পণ/ আক/দেপ/এমএইচ