ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদন্ড

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাফিউল আলম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত শ্যামল রবিদাস (১৯) ঘোড়াঘাট ইউনিয়নের তোষাই নয়াপাড়া গ্রামের কানু রবি দাসের ছেলে। ঘোড়াঘাট থানার উপ পরিদর্শক খোকন জানান, শ্যামল রবিদাস মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ সহ টাকা নিয়ে প্রায় ঝামেলা করতেন। বিষয়টি নিয়ে অতিষ্ঠ হয় তার পরিবারের সদস্যরা।

এ কারনে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্যামল রবি দাসের বাবা ছেলের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন।

একই দিন সন্ধ্যার দিকে ছেলেকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেয় বাবা কানু রবি দাস। পরে পুলিশ গিয়ে তাকে (শ্যামল) কে থানায় নিয়ে আসে।

ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মো. মমিনুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রোববার সকালে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ রায় দেন। দন্ড প্রাপ্ত শ্যামলকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সেপ্টেম্বর ২৫,২০২২ at ২০:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মতমদ /শই