কোটচাঁদপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জাতি,ধর্ম.বর্ণ, গোত্র ও ভাষাভাষী মানুষের মধ্যকার ঐক্য, সংহতি ও পারস্পারিক সহযোগিতা অটুট রাখতে ঝিনাইদহের কোটচাঁদপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সাংসদ এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়। উপজেল নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম, ওসি (তদন্ত) জগনাথ চন্দ্র, সরকারি কলেজের সহকারি অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিমাই চন্দ্র দে’, সাধারণ সম্পাদক বাবু রবিন্দ্রনাথ রায় প্রমূখ।

বক্তারা, যার যার ধর্ম নিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রেখে বাঙালী সংস্কৃতির রীতি-নীতি মেনে চলে আহ্বান জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ নানা ধর্মের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ২৪,২০২২ at ২১:২৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /এরহ /শই