পূজার বন্ধেও পরীক্ষা নেবে রাবির ফলিত গণিত বিভাগ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে শারদীয় দুর্গাপূজার বন্ধেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগ। বিভাগের একাডেমিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে তাই তারিখ পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক আতিকুর রহমান। এতে বিপাকে পড়েছেন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, এবার দুর্গাপূজার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারিখ পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সকল বিভাগ পরীক্ষার তারিখ পরিবর্তন করলেও ফলিত গণিত বিভাগ তাদের দুটি বর্ষের পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্তে অনড়।

বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার রুটিনে দেখা যায়, আগামী ২ অক্টোবর ১০৪ কোর্সের পরীক্ষা এবং ৩ অক্টোবর দ্বিতীয় বর্ষের ২১২ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর নির্ধারিত তারিখ অনুযায়ী, ২ অক্টোবর মহা সপ্তমী ও ৩ অক্টোবর মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন :
গাঁজা হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক সনাতন শিক্ষার্থী বলেন, ‘মহা অষ্টমীর দিনে আমাদের বিভাগ পরীক্ষার রুটিন দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে যেখানে অন্য কোন বিভাগ পূজা চলাকালে পরীক্ষা গ্রহণ করবে না সেখানে আমাদের সভাপতি কেন পরীক্ষার তারিখ এখনো পরিবর্তন করেনি বুঝতে পারছি না। আমাদের সাথে রীতিমতো অন্যায় করা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা বলেন, ‘অসর্তকতাবশত বেশ কয়েকটি বিভাগ পূজার মধ্যেই পরীক্ষার তারিখ ঘোষণা করে। পরে আমরা তারিখ পরিবর্তনের আবেদন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। ফলে সকল বিভাগ তারিখ পরিবর্তনের ঘোষণা দিলেও ফলিত বিভাগ পরীক্ষা গ্রহণ করবে বলে জানিয়েছে। এতে বিভাগের সভাপতির হিন্দু বিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে ফলিত গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আতিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অফিস ছুটি ৪-৬ অক্টোবর। সে অনুযায়ী অনেক আগেই আমাদের একাডেমিক কমিটি এক সাথে পাঁচ ইয়ারের (বর্ষের) পরীক্ষার রুটিন করেছে। তাই এই রুটিন পরিবর্তনের সুযোগ খুবই কম।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘পূজা চলাকালে পরীক্ষা গ্রহণ না করার নির্দেশনা আমরা দিয়েছি। কিন্তু তারা কেন পরীক্ষা নিবে সেটি আমার জানা নেই। আমি ওই বিভাগের সভাপতির কাছে এ বিষয়ে জানতে চাইব।’

সেপ্টেম্বর ২৪,২০২২ at ১৯:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আদ /শই