পাইকগাছা বাজারে ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা আদায়

পাইকগাছা বাজারে ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও প্রশাসনিক ব্যবস্থায় ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনূর আলম যৌথভাবে বাজার অভিযান পরিচালনা করেন। প্রসিকিউশন অফিসার ছিলেন, উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব উদয় কুমার মন্ডল।

আরো পড়ুন :
বিএনপি, জামাত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

এ অভিযানে বিভিন্ন অপরাধে ১০ ব্যবসায়ীর নিকট থেকে সর্বমোট ৫২ বায়ান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদোত্তীর্ণ খাদ্যপর্ণ রাখার অপরাধে মুদি ব্যবসায়ী রুপাষ্টোরের মালিক কে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ডিজিটাল ইউনানী ষ্টোরের মালিককে ৫ হাজার, মেয়াদোত্তীর্ণ কসমেটিক রাখার অপরাধে মিতু ষ্টোরের মালিককে ২ হাজার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে হোটেল অন্যরকমের মালিককে ৫ হাজার,

এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে জুয়েল ড্রাগহাউজ- এর মালিককে ৫ হাজার, একই অপরাধে পাইকগাছা ইউনানী দাওয়াখানার মালিককে ৫ হাজার,মিথ্যা বিজ্ঞাপন ও অনুমোদনহীন ঔষধ রাখার অপরাধে তফেল ঔষধালয়ের মালিক ও ভূয়া ডাক্তারকে ১০ হাজার, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে কালীমাতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২ হাজার ও দধি ঘরের মালিককে ৫ হাজার, এম, আর, পি বিহীন খাদ্য পর্ণ্য বিক্রির অপরাধে মুদি ব্যবসায়ী অতীষ ষ্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।অভিযানে উপস্তিত ছিলেন পাইকগাছা থানা পুলিশ।

সেপ্টেম্বর ২১,২০২২ at ১৮:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ইদ /শই