সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে কাজিপুর একটি রোল মডেল: এমপি জয় 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ।
সভায় তিনি বলেন, সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে কাজিপুর উপজেলা একটি রোল মডেল। কাজিপুরে সকল সময়ে, সামাজিক সম্প্রীতি বজায় রাখার অনন্য দৃষ্টান্ত, সারাদেশে অনুকরণীয়। সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলাম ধর্মের বিধান সর্বোত্তম। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বর্তমান সময়ে আন্দোলনের নামে বিএনপি জোট সামাজিক অস্থিরতা সৃষ্টি করার লক্ষ্যে পাঁয়তারা করছে, সেই দিকে সকল শ্রেণীর মানুষের সজাগ দৃষ্টি রাখতে হবে। সকল সম্প্রদায়েরসহ অবস্থান অতীতের মতো দৃঢ় বন্ধনে অটুট যেন থাকে।
ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহ আলম মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সম্প্রীতি ইউনিয়ন ও উপজেলা কমিটির সদস্যরা এবং মুক্তিযোদ্ধাসহ সকল পেশাজীবী মানুষ ও জনপ্রতিনিধিগণ।

সেপ্টেম্বর ২১,২০২২ at ১৮:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সবহ /শই