পোল্ট্রি খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল কৃষকের

যশোরের চৌগাছায় পোল্ট্রি খামারে শেয়ালের আক্রমণ প্রতিহত করতে ছড়িয়ে রাখা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে যতীন্দ্রনাথ বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের মৃত খগেন বিশ্বাসের ছেলে। বুধবার (২১সেপ্টেম্বর) সকালে উত্তর কয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা এবং নিহতের মেয়ে জানান, গ্রামের যে রাস্তার পাশেই জনৈক শান্ত কুন্ডুর একটি পোল্ট্রি খামার রয়েছে। সেটিতে রাতে শেয়ালের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য খামারের বাইরে রাস্তায় বৈদ্যুতিক তার ছড়ানো ছিলো। প্রতিদিনের মত বুধবার ভোরে মাঠে কাজ করতে যাওয়ার পথে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান যতীন্দ্র্রনাথ।

পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (বুধবার দুপুর ২টা ৪৫মিনিট) লাশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিলো।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সেপ্টেম্বর ২১,২০২২ at ১৬:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মদ /শই