নড়াইলে মৎস্য পোনা বিতরণ

নড়াইলে অবমুক্তকরণের জন্য “মৎস্য পোনা বিতরন” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার নড়াইল সদর মৎস্যবীজ উৎপাদন খামারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নড়াইল সদর এর আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প , মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।

সদর উপজেলার মোট ২৮ টি প্রতিষ্ঠানের ৬ শত ১৯ কেজি রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্ত করণ এর জন্য বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা নড়াইল এইচ, এম বদরুজ্জামান এর সভাপতিত্বে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, মৎস্য পোনা প্রাপ্ত বিভিন্ন প্রাতিষ্ঠানের প্রতিনিধিগন এ সময় উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ২১,২০২২ at ১৬:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /শভ /শই