প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাশকলাই বীজ বিতরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাশকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে এই সার ও বীজ বিতরণ করা হয়।

আরো পড়ুন :
বাঁধ কর্তন ও নেট-পাটা অপসারন করে ৫ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মুকুল। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসিন আলী।

সেপ্টেম্বর ২০,২০২২ at ১৮:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /রহ /শই