পূজায় পোশাক মানেই একটু নতুন স্টাইল

পূজা উপলক্ষে এখনই সাজতে শুরু করেছে দেশের ফ্যাশন হাউজগুলো। আসন্ন পূজায় ফ্যাশন হাউজ নিত্য উপহারও এরইমধ্যে নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক পুরা বছর যতই পোশাক কেনা হোক না কেন, পূজায় নতুন পোশাক চাই চাই। টি-শার্ট ও শাড়িতে এবার থাকছে নতুন আমেজ।

নিত্য উপহারের কর্ণধার বাহার রহমান বলেন, “গরমে এবারের পূজায় হালকা পোশাক রাখা হয়েছে। টি-শার্টের ভিন্ন ভিন্ন ডিজাইন থাকছে। দামও নাগালের মধ্যেই রাখা হয়েছে।“

আরো পড়ুন :
সিনেমায় কাজ পেতে পরিচালকদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াতেন অ্যাম্বার হার্ড!

এবারের পোশাকের নকশা, কাটছাঁটগুলোতেও থাকছে নিরীক্ষাধর্মী মুন্সিয়ানা। পোশাকের কাটে বা নকশায় ঐতিহ্য যেমন আছে, তেমনি রয়েছে আধুনিকতার ছোঁয়াও। সে জন্য দোকান, শপিংমলগুলোও এখন মুখরিত ক্রেতাদের আনাগোনায়।

দুর্গাপূজা উপলক্ষে দেশীয় প্রায় সব ফ্যাশন ব্র্যান্ডই নতুন থিম ও মোটিফের পোশাক নিয়ে আসে। উৎসব ঘিরে শাড়ি, ধুতি- পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও শার্টের কালেকশন আনা হয়। পূজার পোশাকে উৎসবের আবহ ফুটিয়ে তুলতে রঙের বিচিত্র ব্যবহার করেন ডিজাইনাররা। এবারও তার ব্যতিক্রম নয়।

সেপ্টেম্বর ২০,২০২২ at ১৩:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই