পাইকগাছায় ১৪৪ ধারা অমান্য করে বসত ভিটা দখলের অভিযোগ

১৪৪ ধারা অমান্য করে পাইকগাছার রাড়ৃলীর তুষার মন্ডলের ভোগ দখলীয় বসত ভিটা আমান সরদার ও আরশাদ গং কর্তৃক জবর দখল করার ঘটনা ঘটেছে। জবর দখলে বাঁধা দিলে দখলকারীরা তুষারের মা উশা রানী মন্ডলের মাথায় আঘাত ও তলপেটে লাথি মারলে গুরুতর আহত হন। তাকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তুষার মন্ডর ৮জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাড়ৃলীর হাল এসএ খতিয়ান নং ২৪৬, দাগ নং- ২১৮৩, বিআরএস খতিয়ান নং- ১০২৬, দাগ নং- ৪৫৩৬, মোট জমি ০.১৭ একর এর মধ্যে ০.১৩ একর নালিশী জমি। উক্ত জমি নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে।

আরো পড়ুন :
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল বারান্দায় অ্যাসেম্বলি

যার মামলা নং- দে: ৪৫/১২ এবং এই জমির উপর এমআর ১৭৩/২২, ১৪৪ ধারা বলবৎ রয়েছে। ১৯ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টায় আমান সরদার ও হাসেম সরদারের নের্তৃত্বে দেশীয় অস্ত্র দা, লাঠি, সাবল, রড নিয়ে ২০/২৫ জন লোক তুষার মন্ডলের ভোগ দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে গাছপালা কেটে ঘর নির্মানের কাজ করতে থাকে। এ সময় তুষার মন্ডলের পরিবারের লোকজন বাঁধা দিলে তাদেরকে মারপিট করে উশা রানীকে আহত করে ত্রাস সৃষ্টি করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে।

জরব দখলের ঘটনায় মো. আমান সরদার (৪০), পিতা- হাসেম সরদার, রফিকুল জোয়াদ্দার (৩৮), পিতা- জয়েনী জোয়াদ্দার, মো. আরশাদ বিশ্বাস (৫০), পিতা- মো. মেহের বিশ্বাস, মো. রবিউল গাজী (৪০), পিতা- মো. আকাম গাজী, মো. কামরুল গাজী, পিতা- নাছের গাজী, শহিদুল ইসলাম, পিতা- সাদ্দাম হোসেন, মো. ইয়াসিন সরদার, পিতা- কামরুল ইসলাম ও আরশাদ সরদার, পিতা- মৃত আছরোপ সরদার, এই ৮ জনকে আসামী করে তুষার মন্ডল বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সেপ্টেম্বর ২০,২০২২ at ১২:২২:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ইদ /শই