বিনামূল্যে বীজ ও সার পেলো লালপুরের ১শ প্রান্তিক কৃষক

খরিপ -২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

আরো পড়ুন :
দুর্গোৎসব পালনে যশোরের ৭ শতাধিক মন্ডপে চলছে সাড়ম্বর আয়োজন

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল, সাবেক সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এ সময় ১শ জন কৃষকের মাঝে বীনামূল্যে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সেপ্টেম্বর ১৯,২০২২ at ১১:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /আর /শই