ঘোড়াঘাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত নির্বাচিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটি (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিক্ষক ও সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম ও সহকারী শিক্ষা অফিসার আবদুল হাই মন্ডল।

তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজে জড়িত আছেন। মনোরঞ্জন মোহন্ত ভুট্টু উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতির মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বুলাকীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদের আলী খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান,

মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সাত্তার সরকার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আবু রেজওয়ান সৈয়দ ওয়াছেকুর রহমান, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,

রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজর অধ্যক্ষ আবু তৈয়ব মো. রেজা, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মতিন চৌধুরী বানু, ডুগডুগি পুরইল কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুল বারী, ঘোড়াঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম শাকিল, ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরবখ্ত মিয়া রিমন, ঘোড়াঘাট আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক,

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সুবল কুমার দে, রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম রবি, উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আন্জু আরা নাইস, বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সদস্য এবং শিক্ষক গন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সেপ্টেম্বর ১৮,২০২২ at ১৮:০৬:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মত /শই