পাঁচবিবিতে শান্তিপূর্ণ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল (কারিগরি শাখায়) এএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়, মহব্বতপুর আমিনিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা ও পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এই ৫টি পরীক্ষা কেন্দ্রে এ বছর ৩হাজার ৫শ ২৭ জন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে ছাত্র ১৮৯২ জন ও ছাত্রী ১৬৩৫ জন।

আরো পড়ুন :
চরফ্যাশনে এসএসসি, দাখিল সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুস্থিত ১৫৩

প্রথম দিনের বাংলা ১ম পত্র , দাখিলের কোরআন মাজীদ তাজবীদ পরীক্ষায় ৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে পরীক্ষায় কোন পরীক্ষার্থী কেউ বহিস্কার হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন বলেন, এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রেগুলোতে কোন পরীক্ষার্থীকে বহিস্কারের ঘটনা ঘটেনি।

সেপ্টেম্বর ১৫,২০২২ at ১৮:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মদ /শই