শিবগঞ্জে এসএসসি-দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

করোনার বাধার সঙ্গে যোগ হয়েছিল বন্যা। তাই দুই দফায় পিছিয়ে যায় এসএসসি ও সমমান পরীক্ষা। সেই পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। একই সঙ্গে প্রথমবারের মতো এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় পরীক্ষা শুরু।

সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জেও বেলা ১১টায় শুরু হয় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোক:) পরীক্ষা। এ উপজেলায় ৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৫৭জন, উপস্থিত ছাত্র ২৫২, ছাত্রী ২০৫ জন, অনুপস্থিত-৫ জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ মাহফুজুর রহমান, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন আতাউর রহমান মন্ডল।

শিবগঞ্জ ফাযিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৪৪ , উপস্থিত ছাত্র ২৫৪, ছাত্রী ১৫৬, অনুপস্থিত ৩৪জন। একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাওঃ মাহবুবে রফিক।

আরো পড়ুন :
এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌছুতে সহায়তায় উত্তরা পশ্চিম থানার ওসি

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৩৬, উপস্থিত ছাত্র ৪৮৪, ছাত্রী ৩৫২, অনুপস্থিত ৩ জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর ও শিবগঞ্জ উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প এর ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৮৯, উপস্থিত ছাত্র ৩৯৩, ছাত্রী ২৯০, অনুপস্থিত ৬ জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার নাছিরুল ইসলাম মোঃ আবু তাহের, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৯ জন, উপস্থিত ছাত্র ৩১২, ছাত্রী ২৭৭, অনুপস্থিত ৮জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান সাগর, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন

আলিয়ারহাট ডিইউএস ফাযিল ডিগ্রি মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪১ জন, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছাত্র- ২৫৩, ছাত্রী ২৭৯, অনুপস্থিত ৯ জন। একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল ইসলাম, কেন্দ্রে সচিব এর দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আবু সালাম।

মোকামতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোটা পরীক্ষার্থীর সংখ্যা- ১ হাজার ৪৬ জন, ছাত্র ৪৯৬, ছাত্রী ৫৫০, অনুপস্থিত-৩ জন। এ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খন্দকার আবুল বাশার। কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

শিবগঞ্জ পাইল বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি (ভোক) চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯১ জন, উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১২৭, ছাত্র ৬৪ জন, অনুপস্থিত ১ জন। একেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক মন্ডল, কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম।

একই ভেন্যুর বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল অ্যান্ড বিএম মহাবিদ্যালয় এর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ উপস্থিত ছাত্র ১৬, ছাত্রী ৬, অনুপস্থিত-৩জন এ ভেন্যুর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ছিলেন সহকারী সমাজ সেবা কর্মকর্তা এনামুল করিম, কেন্দ্রে সচিব ( ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম।

পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন।

প্রসঙ্গগতঃ শিবগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোক:) পরীক্ষা ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ উপজেলায় ৫ হাজার ১৯ জন পরীক্ষার্থী। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ ঘণ্টার পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময়।

সেপ্টেম্বর ১৫,২০২২ at ১৭:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সজ /শই