সাভারে তৈরি সুতার কারখানায় আগুন

সাভারে একটি ম্যাট্রেস ও ফোম তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার কাঁচামালসহ তৈরী পণ্য।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের  পূর্ব জামসিং এলাকার মেপেল ম্যাট্রেস এন্ড ফোম নামের কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এতে কাঁচামাল ও তৈরি পণ্যসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস জানায়, ফোম ফ্যাক্টারীতে অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় কারখানায় থাকা মালামাল। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে তারা।
কারখানাটি সেমিপাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। সংবাদটি তৈরি করা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের ক্ষতির পরিমান প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা।

সেপ্টেম্বর ১৪,২০২২ at ১৩:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সর /শই